শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

রামগতিতে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রামগতিতে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্ণীপুরের রামগতিতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকালে উপজেলার হাজীগঞ্জ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটি রামগতি উপজেলা রাইজিংয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জুলাই আগস্টে শাহাদাত বরণকারী রামগতির শহীদ সবুজের পিতা আবদুল মালেক ও শহীদ মো. শামীমের পিতা আবদুল হাই উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামগতি উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি আবু বকর ছিদ্দিক আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মিনহাজুল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্রগ্রাম পাহাড়তলী কলেজ সমন্বয়ক নাইমুল ইসলাম সৌরভ গাজী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটি লক্ষ্ণীপুর জেলা সমন্বয়ক আবদুজ্জাহের ভুইঁয়া আনাছ, সদস্য আরমান হোসেন ফরহাদ, আবদুল হামিদ, রেদোয়ান হোসেন রিমন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান হোসেন রায়হান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে