গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে রোববার মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা।
দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে জামালপুর-ঘোড়াশাল সড়কে বিক্ষোভ কর্মসূচির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি সোলাইমান আলম এসে অনুরোধ করলে অবরোধকারীরা সড়ক ত্যাগ করে। পরে তারা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।