লক্ষ্ণীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় নুরল করিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে কমলনগরের চরলরেন্স গ্রামের বাড়ি থেকে করিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। করিম কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের চরলরেন্স গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটো বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।