আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার নেত্রকোনার দুর্গাপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
'মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য' এই প্রতিপাদ্যে উপজেলার বাকলজোড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে, বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় দিনব্যাপি এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
স্থানীয় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. তাসনোভার নেতৃত্বে ২৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এ ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা দেন। প্রায় ৪ হাজার গরীব, দুঃস্থ্য ও অসহায় রোগীকে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসান আবুচান, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা এমএ জিন্নাহ্, শিক্ষাবিদ শহীদুলস্নাহ খান প্রমুখ।