সিংড়ায় পরিস্কার করা ড্রেনের মাটি সড়কে, পৌরবাসীর দুর্ভোগ

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া পৌরসভার পরিস্কার করা ড্রেনের মাটি সড়কে উঁচু করে রাখায় দুর্ভোগে পড়েছে পৌরবাসী। গত কয়েকদিন থেকে মাটি সড়কে থাকায় দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। পথচারীরা এজন্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামকে দায়ী করছেন। সরেজমিনে দেখা যায়, সম্প্রতি পৌরসভার মাদারীপুর ও চাঁদপুর সড়কের ড্রেন পরিস্কার করে মাটি সড়কে ফেলে রেখেছে পৌর কর্তৃপক্ষ। সড়কের মাঝখানে মাটি উঁচু করে রাখায় পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। এ দুর্ভোগ থেকে পরিত্রান চায় পৌরবাসী। কয়েকটি ইউনিয়ন থেকে পৌরসভায় প্রবেশের প্রধান সড়ক হওয়ায় পৌরবাসীর পাশাপাশি ইউনিয়নবাসীরাও পড়েছেন দুর্ভোগে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে মাটি উঁচু করে রাখায় চলাচলে সমস্যা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ি করছেন পৌরবাসী। বাবুল হাসান বকুল নামের এক পৌরবাসী জানান, 'পৌরসভার চাঁদপুর ও মাদারীপুর সড়ক দুটিতে কিছুদূর পর পর মাটি উঁচু করে রাখা হয়েছে। এতে করে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর প্রশাসকের উদাসীনতার কারণে আমাদের দুর্ভোগ হচ্ছে।' তানজিল নামের একজন মোটরসাইকেল আরোহী বলেন, 'ইউনিয়ন থেকে পৌরসভায় সড়কে প্রবেশপথে ড্রেন পরিস্কার করা মাটি উঁচু অবস্থায় রাখা হয়েছে। যা চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।' মনিরুল ও শফিকুল নামের দুজন রিকশাচালক বলেন, গত কয়েকদিন আগে ড্রেনের মাটি সড়কে তুলে রাখা হয়েছে। যা এখনো সরানো হয়নি। এতে করে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জানতে চাইলে সিংড়া পৌর প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকেই ওই ড্রেনে ময়লা জমে ছিল। এতে পানি নিস্কাষনে সমস্যা হতো। বিষয়টি জানতে পেরে ড্রেন পরিস্কার শুরু হয়েছে। পৌর নাগরিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে গত প্রায় এক মাস ধরে চলছে ওই ড্রেন পরিস্কারের কাজ। ড্রেনে জমে থাকা মাটি পাশেই তাৎক্ষণিক রেখে শুকিয়ে প্রতিদিনই স্থানান্তর করা হচ্ছে। রাস্তায় মাটি রেখে জনদুর্ভোগের কোন ঘটনা নেই।