জামালপুরের বকশীগঞ্জে নিজের ক্রয়কৃত জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী।
রোববার বাট্টাজোড় ইউনিয়নের কুমরী কান্দা গ্রামে ওই সংবাদ সম্মেলন করেন মর্জিনা বেগম নামে ওই নারী।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, জিন্নাহ বাজার এলাকার কুমরী কান্দা গ্রামের আবদুল মুন্নাফ, আবুল হোসেন ও জহুরা বেগমের কাছে গত বছরের ৯ অক্টোবর ৩৪ শতাংশ জমি কেনেন। যার দলিল নম্বর ২৫০৮। জমিটি সহকারী কমিশনার (ভূমি) তার নামে নামজারী করে দেন। জমির কাগজপত্র তার নামে থাকলেও স্থানীয় প্রভাবশালী মৃত ইব্রাহিমের ছেলে হানিফ উদ্দিন, মনিরুজ্জামান ও তাদের আত্মীয় স্বজন জোরপূর্বক জমিটি দখলে রেখেছেন। তিনি ক্রয়কৃত জমিতে যেতে চাইলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি প্রদান করেন তারা। তাই তিনি দখলদারের হাত থেকে জমিটি উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মর্জিনা বেগমের স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান জানান, 'ওই জমিতে আমাদের অংশ রয়েছে। তাই আমরা জমিতে চাষাবাদ করি। চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন।'