শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বশেমুরকৃবি'তে অ্যাক্রেডিটেশন কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বশেমুরকৃবি'তে অ্যাক্রেডিটেশন কর্মশালা অনুষ্ঠিত

আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠান কীভাবে তার প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন ও গুণগত দিকগুলোর মূল্যায়ন করবে সে লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) 'প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন এন্ড এভিডেন্স' শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এবং বশেমুরকৃবি'র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর যৌথ আয়োজনে রোববার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালা

অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অ্যাক্রেডিটেশন সংক্রান্ত মূল ডকুমেন্টগুলো কী কী এবং সেগুলো কীভাবে প্রস্তুত করতে হয় তৎসংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কার্যক্রমের প্রমাণ সংগ্রহ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এসএম কবির।

কর্মশালায় বক্তব্য দেন আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেক্রেটারি প্রফেসর একেএম মুনিরুল ইসলাম ও পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে