সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুরের অভিযোগ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুরের অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের পর তারা পোষা কুকুরটিকে হত্যা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দ্রা গ্রামের মৃত সামসুল আলম (রেনু) মুন্সীর ছেলে মোয়াজ্জেম হোসেন কাজলের বাড়িতে।

ঘটনার দিন মোয়াজ্জেম হোসেন কাজল ও তার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয়ভাবে জানা জায়, পূর্ব শত্রম্নতার জের ধরে হত্যা করার করার উদ্যেশে গত ৩১ জানুয়ারি রাতের আঁধারে তার ঘর ভাংচুর ও একটি পোষা কুকুর হত্যা করে পাশের ডোবায় রেখে যায় প্রতিপক্ষরা।

স্থানীয় লোকমান মিয়া জানান, মোয়াজ্জেম হোসেন কাজলকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে, কি কারনে রহিস্কার করা হয়েছে তা তিনি সঠিকভাবে বলতে পারছেন না। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে