গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বাসায় মালামাল লুট ও আসবাবপত্র ভাংচুরসহ ডাকাতির ঘটনায় এলাকার লোকজন শিক্ষার্থীদের উপর আক্রমণ করে।
এর প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা নাগরিক সমাজ ও জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুলের ছাত্রছাত্রীরা।
দুপুর আড়াইটারপর থেকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় ও জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের নীচে সমাবেশের আয়োজন করায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
এ সময় থানা পুলিশ সেনাবাহিনীরসহ বিভিন্ন দপ্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।