আনোয়ারায় রাতের আঁধারে খাস জমির মাটি কেটে বিক্রি
প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে সরকারী খাস জমি থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে প্রভাবশালী একটি সিন্ডিকেট বিরুদ্ধে। প্রতিদিন রাত হলেই শুরু হয় মাটি কাটার উৎসব। গত কয়েক দিন ধরে সিন্ডিকেট করে স্কেভেটর দিয়ে খাস জমি থেকে এসব মাটি কেটে বিক্রি করছে। স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় এই মাটি কাটার সিন্ডিকেট পরিচালিত হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, সিইউএফএল'র দক্ষিণে গোবাদিয়া এলাকায় রাতের আঁধারে বিস্তীর্ণ মাঠের মাঝখান থেকে স্কেভেটর মেশিন দিয়ে চলছে মাটি কাটার কর্মযজ্ঞ। ট্রাকের পর ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে এই মাটি। সারারাত ব্যাপী চলতে থাকে মাটি কাটা। দিনের বেলায় স্কেভেটর মেশিনটি পড়ে আছে দিনের আলোতে থেমে থাকে মাটি কাটা। এইভাবে মাটি কাটার কারণে গর্ত বা পুকুরে পরিণত হয়েছে পুরো জমির মাঠ।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতারা সিন্ডিকেট করে তাদের ছত্রছায়ায় রাতের আঁধারে সরকারী খাস জমির মাটি কেটে ট্রাকে ট্রাকে বিক্রি করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। মাটি কাটার সময় তাদের লোকজন আশেপাশে কড়া পাহারা দেয়, যাতে ওই এলাকার ভেতর কেউ যেতে না পারে। যাতে কেউ ছবি তুলতে না পারে। তারা আরও জানায়, রাত হলে উপজেলা সদর, চাতরী চৌমুহনী, বন্দর সেন্টার এবং গোবাদিয়া এলাকায় তাদের লোকজন অবস্থায় নেয়। যাতে উপজেলা প্রশাসন বা কোন সাংবাদিক গেলে খবর দিয়ে থাকে।
রাতের আঁধারে সরকারী খাস জমির মাটি কেটে বিক্রি করার বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাংবাদিকদের বলেন বলেন, মাটি কাটার খবর পেয়ে গত পরশু উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অভিযান চালাতে গেলে তার উপর হামলা চালাতে ২-৩শ' মানুষ জড়ো হয়ে যায়। অভিযোগটা আমরা আমলে নিয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।