বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারি (পিএ) জামাল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতা।
গত শনিবার রাত ১০টায় জেলা সদরের কালিবাড়ি রোড থেকে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করলে পুলিশ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল কালিবাড়ি ক্রস রোড এলাকায় এপেক্স শোরুমের সামনে দিয়ে গেলে একদল তরুণ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে আটক করে ব্যাটারিচালিত ইজিবাইকে করে থানায় নেওয়া হয়।
থানার ওসি আলমগীর কবীর খোয়াইকে জানান, হবিগঞ্জ শহরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে দেড়শ' জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৯ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আসকর আলীর ছেলে হাফিজুর রহমান সদর মডেল থানায় এ মামলা করেন।