সিভাসুতে সবুজে মোড়ানো এক নতুন দিগন্ত উন্মোচন

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উদ্বোধন হওয়া 'সিভাসু গার্ডেন' -যাযাদি
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন হলো। শুক্রবার (৭ ফেব্রম্নয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও অবসর কাটানোর জন্য প্রতিষ্ঠিত 'সিভাসু গার্ডেন' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু'র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ওয়ান হেল্‌থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক, ইনস্টিটিউট অব ফুড সেফটি অ্যান্ড নিউট্রিশন-এর পরিচালক ও ছাত্র হলের প্রভোস্ট প্রফেসর ড. শামছুল মোর্শেদ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর মো. আ. হালিম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্যোগের মূল সংগঠক ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। সিভাসু'র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, 'সিভাসু গার্ডেন'-শুধু একটি বিনোদনমূলক স্থান নয়, এটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সৃজনশীলতার বিকাশের এক অনন্য ক্ষেত্র হবে। সবুজের স্নিগ্ধ পরশ, বৃষ্টির ছোঁয়া, আর ছায়াঘেরা পরিবেশ শিক্ষার্থীদের ক্লান্ত মনকে প্রশান্তির ছোঁয়া প্রদান করবে।'