কুমিলস্না ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) জামে মসজিদের ইমাম ও খতিব, কুমিলস্না জেলা আহলে সুন্নাত আল জামাত ইমাম পরিষদের প্রশিক্ষণ সম্পাদক আলেমেদ্বীন মাওলানা মারুফ বিলস্নাহকে ক্ষমতার অপব্যবহার করে চাকরিচু্যত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও মুসলস্নীরা।
রোববার কলেজ প্রশাসনিক ভবনের সামনে ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁইয়ার পদত্যাগ ও ইমামকে পূনরায় পুনর্বহালের দাবি তুলেন শিক্ষার্থী ও মুসলস্নীরা। সাধারণ শিক্ষার্থী ও মুসলস্নীরা বলেন, 'কুমিলস্না ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারুফ বিলস্নাহকে কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। আমরা এই ধর্ম বিদ্বেষী অধ্যক্ষের পদত্যাগ চাই।'
তারা এ দাবি অনতিবিলম্বে পূরণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় ইমাম সমাজ ও তাওহিদি জনতাকে নিয়ে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন