সারাদেশে শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আঞ্চলিক অফিষ ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীতে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট'। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এরপর সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি মোড় ও তালাইমারী মোড় হয়ে নগরীতে টহল দেয় যৌথ বাহিনী। তবে দিনে টহল না দিলেও রাতে চেক পোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।
তিনি বলেন, সারা দেশে শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সহিত এ অভিযানে অংশগ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালনা করছে।
সাবিনা ইয়াসমিন বলেন, সিএনপি মোড় থেকে 'অপারেশন ডেভিল হান্ট' অপারেশনাল কার্যক্রম শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট পরিচালিত হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী পলাতক আসামি কামরুজ্জামান আল রিয়াদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি। এছাড়া তিনি উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ছিলেন।
রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন- শনিবার দিবাগত রাত পৌনে ১টায় রিয়াদকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এর আগে মধ্যরাতে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সাইদুল ইসলাম (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াদ শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪নং মামলার ৬৮ নম্বর আসামি।
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, শনিবার রাত থেকে সারা দেশে শুরু হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'। তারই অংশ হিসেবে শনিবার গভীর রাতে যৌথ বাহিনী নবীগঞ্জের কৈলানপুর গ্রাম থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। সকালে হবিগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে বিভিন্ন অভিযোগে উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলানপুর গ্রামে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে আটক করে রাতেই হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। রোববার সকালে হবিগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে ছাত্র আন্দোলনে হামলা মামলায় ২ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চর রুপপুর এলাকার আব্দুর করিমের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য চর মিরকামারি গ্রামের মৃত এসএম মহির উদ্দিনের ছেলে এসএম মনোয়ার হোসেন (৪৮)।
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিচার এবং দেশ বিরোধী ষড়যন্ত্রসহ কর্মসূচি ঘোষণার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হালিম সচিব সমর্থিক গ্রম্নপের উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে থানা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে বটতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মাহাবুবুল হক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল করিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।