রংপুরে নারীর খন্ডিত মাথা শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরে হত্যাকান্ডের শিকার দেলোয়ারা বেগমের (৩০) খন্ডিত মাথা ও পাঁচ বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে জেলার পীরগঞ্জে উপজেলার বড় বদনাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন শনিবার বিকেলে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ এলাকা থেকে দেলোয়ারার খন্ডিত মাথা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আতিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত শনিবার পীরগঞ্জের চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচক্ষেত থেকে মাথাহীন অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিশ্চিত হয় হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তার বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরবর্তীতে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। দোলোয়ারার সঙ্গে পীরগঞ্জের বড় বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিল। তারা দুজন গ্রামগঞ্জে গান-বাজনা করে বেড়াতেন। এ ঘটনায় পুলিশ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে শনিবার বিকেল সাড়ে ৩টায় তার দেওয়া তথ্যমতে পুলিশ উপজেলার করতোয়া নদীর টোংরারদহ এলাকা থেকে দেলোয়ারা বেগমের খন্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে। এরপর দেলোয়ারা বেগমের সাবেক স্বামী পুলিশকে জানান যে তার সঙ্গে পাঁচ বছরের কন্যাশিশু সায়মাও ছিল। পুলিশ ঘাতক আতিকুলকে জিজ্ঞাসাবাদ করে রোববার সকাল সাড়ে ৯টায় আতিকুলের বাড়ির পেছন থেকে গাছ বাগানে ভেতর পুঁতে রাখা গর্ত থেকে শিশু সাইমার মরদেহ উদ্ধার করে। রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এঘটনায় নিহতের স্বামী আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় একটি থানায় একটি হত্যা মামলা করা হয়।