ফরিদপুরে চিত্রকলা প্রদর্শন

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কালার পয়েন্ট এর উদ্যোগে "নতুন আশার সূর্যোদয় " শীর্ষক তিনদিনের চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনী চলবে শনিবার রাত পর্যন্ত। ফরিদপুর রাজবাড়ী ও ঢাকা জেলার চিত্রকলা শিল্পীদের রং তুলিতে আকাঁ বিভিন্ন জীবন ও প্রকৃতির ছবির প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোলস্না। ফেব্রম্নয়ারি মাসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনীতে নবীন ও প্রবীণ শিল্পীর জলরঙ, তেল রঙ ও অ্যাক্রোলিক মাধ্যমে আঁকা মোট শিল্পকর্ম ১৪২ টি চিত্রকলা মোট ৮৬ জন চিত্র শিল্পী ছবি স্থান পেয়েছে। এই প্রদর্শনীর উদ্বোধনী দিনেই সমবেত হয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ক্ষুদে শিল্পীদের পাশাপাশি জ্যেষ্ঠ শিল্পীদের রং তুলির আকাঁ বাহাড়ী ধরনের ছবি দেখে মুগ্ধ হন। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের কালার পয়েন্টের পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আলতাব হোসেন, ঢাকা আট কলেজের অধ্যক্ষ গোবিন্দ রায় প্রমুখ। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোলস্না এই প্রদর্শী প্রসঙ্গে বলেন, 'সুস্থ ধারার সংস্কৃতিক চর্চা সমাজকে আরো বেগবান করবে, এই চিত্রকলা প্রদর্শন এই জেলাকে আরো সমৃদ্ধি করবে।'