দেশে ফিরলেন বিএনপি নেতা
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
দীর্ঘদিন পর দেশে ফিরেছেন পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলা জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আল-আমিন। তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন সৌদি আরবে নির্বাসনে ছিলেন। শুক্রবার (০৭ ফেব্রম্নয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এলাকাবাসী জানান, আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা-মামলা, হুমকি দিয়ে মো. আল-আমিনকে দেশত্যাগ করতে বাধ্য করে। পরবর্তীতে তাকে হামলা মামলায় আটকাতে ব্যর্থ হয়ে তাঁর পিতা মোলস্না জসিমকে জায়গা জমিসহ বিভিন্ন মামলায় আসামি করে। তাই আওয়ামী সরকারের পতনের পর আল-আমিন জন্মভূমিতে ফিরে আসায় রাজস্থলী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনসহ তাঁর এলাকাবাসী উচ্ছ্বসিত।