তালতলীতে মানববন্ধন ও সমাবেশ
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে সাংবাদিক ফয়সাল সিকদার নামে এক সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা ও মো. ইউসুফ আলীর উপরে নৃশংস হামলার পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা।
শনিবার উপজেলার সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তালতলী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মংচিন থান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,তালতলী টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ।