শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চুয়াডাঙ্গায় বিএনপির সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়ায় আহাম্মদ আলীকে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করে বিএনপি নেতা-কর্মীদের উপর হত্যা মামলা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের উদ্যোগে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনছার আলী। এসময় তিনি বলেন, আমি বিগত ২৫ বছর ধরে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আলমডাঙ্গা উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

গত ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যা আনুমানিক পৌনে নয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া মাঝের পাড়া নতুন মসজিদের সামনে পূর্ব বিরোধের জেরে আহমদ শরীফ ওরফে ছোট বুড়ো (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এই হত্যাকান্ডের দায় এড়াতে এবং অত্র এলাকায় বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ হত্যা মামলায় আমি আনসার আলী ও আলী হোসেনসহ আমাদের দলীয় নেতা-কর্মীদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা চাপিয়ে দেওয়া হয়। এব্যাপারে সুষ্ঠু তদন্তেরও দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলী হোসেন ২ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি সুকচাদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে