নেত্রকোনার মোহনগঞ্জে স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে একটি প্রতারক চক্র। চক্রটি বেশ কিছুদিন যাবৎ যমুনা ফাউন্ডেশনের নাম বিক্রি করে তাদের ঋণ দেওয়ার কার্যক্রম চালায়। ঘটনাটি ঘটেছে মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। শনিবার সরেজমিনে তথ্য নিয়ে দেখা যায়, চক্রটির সাতজন কর্মী সোয়াইর ইউনিয়নের নলজুরি, পাবই, সুয়াইর,জনথপুর, লক্ষণপুর ও আদর্শ নগর বাজারের আশপাশের গ্রামগুলিতে ঋণ দেওয়ার নামে প্রতারনার ফাঁদ পাতে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজনের বাড়ি বাড়ি গিয়ে ঋণ দেওয়ার নাম করে আমানত সংগ্রহ করে। প্রতি লাখ টাকা ঋনের প্রস্তাবের জন্য আমানত হিসেবে ১০ হাজার টাকা করে আমানত নেয় চক্রটি। এ ব্যাপারে আদর্শনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো: দেলোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেন নি।অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।