বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৯ টি পদের মধ্যে দিপু সোহেল পরিষদে সভাপতিসহ ১২ টি এবং মিরন-সহিদুল পরিষদে সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা র্পযন্ত ভোটদান পর্ব চলে। নির্বাচনে ৭০৬ জন ভোটারের মন জয় করতে ১৯ টি পদে দুটি প্যানেলে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দিপু-সোহেল পরিষদে সভাপতি পদে মনিরুজ্জামান দিপু (বাইসাইকেল) ৩৬২ ভোট পেয়ে সভাপতি পদে পুনঃনির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আবু ইউসুফ মিরন (ছাতা) ২৮০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সহিদুল ইসলাম (মোটরসাইকেল) ২৯২ ভোট, নিকটতম প্রার্থী সোহেল আহমেদ (হরিণ) ২৩৩ ভোট পান। সিনিয়র সহ-সভাপতি পদে বাবলু রহমান, সহ-সভাপতি পদে শাহিন মলিস্নক। সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে ইবনে সাদাত তুষার। যুগ্ম সম্পাদক পদে আলমগীর বাদশা শিল্টন (গোলাপ ফুল)। সাংগঠনিক সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহীন। কোষাধক্ষ পদে কামাল হোসেন। দপ্তর সম্পাদক পদে আব্দুস সালাম। প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান সাঈদ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুজ্জামান জনি। ধর্ম বিষয়ক সম্পাদক পদে হারুনুর রশিদ হীরা। সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক পদে রেমিম। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে মাকসুদুর রহমান রুমন। এছাড়াও নির্বাহী সদস্য পদে মিজানুর রহমান মিল্টন, ওবায়ুল ইসলাম ভোটন, হামিদুল ইসলাম, আব্দুল জাব্বার নির্বাচিত হন।