যুব সম্মেলন

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সরকারি আলাওল কলেজ হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায়, সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উলস্নাহ প্রমুখ।