নরসিংদীর বেলাবোতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে গতকাল (৮ ফেব্রম্নয়ারী) শনিবার দুপুরে উপজেলার বটেশ্বর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রত্নতাত্ত্ববিদ ও গবেষক হাবিবউলস্নাহ পাঠানের জন্মবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি মন্ত্রণালয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে, এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ কামাল হোসেন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোঃ বুলবুল আহমেদ,বরেণ্য অতিথি ছিলেন প্রত্নতত্ত্ববিদ ও গবেষক হাবিবউলস্নাহ পাঠান,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখি,ঢাকা ও ময়মনসিংহ বিভাগ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খাঁন মিতা,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার,বটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুকসহ শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।