ইউপি সদস্যকে হাতুড়ি পেটা
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্য আলমগীর মোলস্না (৪১) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনা হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর মোলস্না ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা। শনিবার (৮ ফেব্রম্নয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভাঙ্গা আসার সময় মুনসুরাবাদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য গ্রামের প্রতিপক্ষকেই দায়ী করেছে ইউপি সদস্য আলমগীর মোলস্নার পরিবার। হামলার পরে এলাকায় ঢাল-সড়কি নিয়ে মহড়া হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভাঙ্গা ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে মুনসুরাবাদ এলাকায় দুই পক্ষের বিরোধ রয়েছে। এ নিয়ে মারামারির ঘটনায় শনিবার সকালে বর্তমান ইউপি সদস্য আলমগীর মোলস্না আহত হয়েছে।