শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আব্দুল মালেক লেদু চেয়ারম্যান মেধাবৃত্তি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আব্দুল মালেক লেদু চেয়ারম্যান মেধাবৃত্তি

শিক্ষা ও জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা -২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাশাপাশি সফল অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (৮ফেব্রম্নয়ারি) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইকবাল হায়দার, সহকারী পরিচাল মোহাম্মদ শোয়াইব ও মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায়, আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. রফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও চট্টগ্রাম পেশাজীবি পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, আমাদের দেশে যারা প্রবাসে থাকেন তাদের মধ্যে জমি কেনা, বাড়ি করা, মেজবান দেয়ার প্রবনতা দেখা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইন্‌িজনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, ব্যাংক কর্মকর্তা জসীম উদ্দীন,আবদুলস্নাহ তৈয়বনুর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা বখতিয়ার উদ্দিন, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে