দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পলাশের দল ফুটবল কোচিং সেন্টার নীলফামারী চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে। এই বাৎসরিক টুর্নামেন্টে তারা প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় তারা ঐতিহাসিক মনপুরা মাঠের চার বারের চ্যাম্পিয়ন শিপনের দল সৈয়দপুরকে ট্রাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলা শুরুর প্রথমার্ধের ৯ মিনিটে সাগরের গোলে এগিয়ে যায় নীলফামারী। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সৈয়দপুর দলের ডিফেন্সার রিফাত গোল পরিশোধ করে দিলে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে সৈয়দপুর শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং নীলফামারী দলের বিজয় সুনিশ্চিত হয়। শুক্রবার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক মনপুরা উন্মুক্ত মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। বেলাইচন্ডি ইয়ং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আলহাজ্ব হানিফ উদ্দীনের পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এ,জেড,এম আরিফুল হক রিয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র ও পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম মেনহাজুল হক, পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক (অবঃ) জালাল উদ্দীন আহমেদ,পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম,রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন (সাদো) প্রমুখ।