শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

চকরিয়ায় ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চকরিয়ায় ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা
কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি বিলে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষক -যাযাদি

কক্সবাজারের চকরিয়ায় বোরো আবাদ নিয়ে ব্যস্ততম সময় পার করছেন কৃষক। এ বছর বোরো মৌসুমে ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চকরিয়া উপজেলা কৃষি বিভাগ। এ বোরো আবাদের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে চারা রোপনে ব্যস্তসময় পার করছেন চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার কৃষকগন। আবার কোন কোন এলাকায় বোরো আবাদের জন্য কৃষকরা তাদের জমি সমুহকে আবাদযোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

চকরিয়ার মাতামুহুরী নদীর পালাকাটা ও বাঘগুজারা পয়েন্টে স্থায়ীভাবে নির্মিত দুইটি রাবার ড্যামের ফুলানো পানি এবং নদীতে শ্যালো মেশিন বসিয়ে মিঠাপানি তুলে অবাধে চাষাবাদ করছেন কৃষকরা। নদীতে এবারে মিঠাপানির প্রবাহ বেশী এবং আবহাওয়া অনুকূলে থাকায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা সহজেই পুরণ হবে বলে আশা করছেন উপজেলা কূষি বিভাগ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, চকরিয়া উপজেলার হারবাং, বরইতলী, কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর, বমু বিলছড়ি, ফাসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, চিরিংগা, সাহারবিল, বিএমচর, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ঢেমুশিয়া, বদরখালী ও চকরিয়া পৌর এলাকায় পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদ। এসব জমিতে কৃষকরা ব্রি-ধান ৯২, ৭৪, ৮৭ ও ১০০ জাতের চারা রোপণ করছেন। বেশ কিছু কৃষক জানিয়েছেন, উপশী জাতের ধান থেকে হাইব্রীড জাতের ধানের ফলন বেশী। তাই তারা হাইব্রীড জাতের ধানের চাষেই বেশি আগ্রহী।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম নাসিম হোসেন বলেন, এ বছর চকরিয়া উপজেলায় ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। উপজেলা কৃষি বিভাগের সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে এ বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা চলছে। জমিতে কৃষকরা ব্রি-ধান ৯২, ৭৪, ৮৭ ও ১০০ জাতের চারা রোপণ করছেন। তিনি আরও বলেন,এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং মাতামুহুরী নদীতে মিঠা পানির প্রবাহ ভাল থাকায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ভাল ফলনেরও আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে