জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল শতাধিক শিশু-কিশোর

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর জাঙ্গীরাই জামে মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে শিশু-কিশোর। জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গীরাই জামে মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার একটি প্রতিযোগিতার আয়োজন করে উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ ও শিশু কিশোর পরিষদ। প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু-কিশোর। তাদের মধ্যে ১৬ জন শিশু-কিশোরকে বাইসাইকেল এবং বাকিদেরকে স্কুল ব্যাগ, ইসলামিক বই, খাতা, মেয়েদের হিজাব ও ক্রেস্ট পুরষ্কার দেওয়া হয়। উত্তর জাঙ্গীরাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসহাক আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, বড়লেখা মোহাম্মাদিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, এডভোকেট শাখাওয়াত হোসাইন, আবু সাঈদ স্বপন, মুজিবুর রহমান আজিজি প্রমুখ।