শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

উন্নত জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই :খুলনা রেঞ্জ ডিআইজি

খুলনা প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
উন্নত জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই :খুলনা রেঞ্জ ডিআইজি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন খুলনার রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক পিপিএম -যাযাদি

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক পিপিএম বলেছেন, উন্নত জীবন গঠনে খেলাধূলার বিকল্প নেই। শরীর ও মন গঠনে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলের সমান ভূমিকা থাকা দরকার। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্কুলে আসা ও যাওয়ার পথে যাতে কোন প্রতিবন্ধকতা না হয়। বিশেষ করে ছাত্রীদের কেউ যাতে হয়রানী না করে সেজন্য পুলিশকে সব সময় সর্তক থাকার নির্দেশ দেন। তিনি গতকাল সকাল সাড়ে ১০ টায় নগরীর উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুলের তারুন্যের উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত ডিআইজি মোঃ বেলায়েত হোসেন, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিছুজ্জামান, শেখ ইমরান হোসেন, সহকারি পুলিশ সুপার(স্টাফ অফিসার) মোঃ রাফিউজ্জামান। বক্তৃতা করেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মাকসুদুল হাকিম শাহিন, জি এম সুজাউদ্দীন আহম্মেদ, মাহমুদা বেগম, মাওঃ মুজিবুর রহমান প্রমুখ। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে