টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের অধিবেশন

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত -যাযাদি
মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলার শাখার শুরা অধিবেশন শুক্রবার সকাল ৮টায় উপজেলা আমতলী মাদ্রাসায় দায়িত্ব জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম ডালীর সভাপতিত্বে শুরা অধিবেশনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সোহরাব হোসেন ফারুকী, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ইসলামী আন্দোলন সেক্রেটারি গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম ছাদেকী। এ সময় শুরা অধিবেশনে দায়িত্বশীলদের প্রত্যেকের ভোটে সভাপতি পদে আলহাজ্ব আব্দুল হাকিম ডালী, সহ -সভাপতি পদে মোহাম্মদ আখতার হোসেন শেখ ও সেক্রেটারী পদে ডাক্তার ওবায়দুলস্নাহ সরদার নির্বাচিত হন।