যায়যায়দিনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল টাঙ্গাইল জেলায় কর্মরত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ ফেব্রয়ারি) বিকালে জেজেডি ফ্রেন্ডস ফোরাম আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক। যায়যায়দিন পত্রিকার টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মো. জোবায়েদ মলিস্নক বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ঘাটাইল প্রতিনিধি উত্তম আর্য্য, সখীপুর প্রতিনিধি সাজ্জাত লতিফ, কালিহাতী প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, নাগরপুর প্রতিনিধি আবু বকর সিদ্দিক, বাসাইল প্রতিনিধি আবুল কাশেম, দেলদুয়ার প্রতিনিধি মাসুদ রানা, গোপালপুর প্রতিনিধি এ কিউ রাসেল, ধনবাড়ী প্রতিনিধি হাফিজুর রহমান, ভাসানী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইশতিয়াক আহমেদ প্রমুখ। টাঙ্গাইল শহরের বটতলায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেজেডি ফ্রেন্ডস ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক কবির হোসেন। মতবিনিময় সভায় প্রতিনিধিদের নানা সমস্যা ও তা সমাধানের বিষয়ে প্রধান অতিথি মতামত গ্রহণ করেন। কয়েকজন প্রতিনিধির সমস্যা সঙ্গে সঙ্গে সমাধান করে দেন। পরে তিনি সংবাদ সংগ্রহ ও প্রচার-প্রকাশনায় প্রতিনিধিদের সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে গণমানুষের আকাঙ্খাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এছাড়া সকল সমস্যা সমাধানে যায়যায়দিন কর্তৃপক্ষ সব সময় প্রতিনিধিদের সাথে রয়েছে বলেও প্রতিশ্রম্নতি দেন।