শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় সাবেক এমপির বাড়িতে ভাঙচুরের সময় গুলি ছোঁড়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হাতিয়ায় সাবেক এমপির বাড়িতে ভাঙচুরের সময় গুলি ছোঁড়ার অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ২টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাশ এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে, রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিক্ষুদ্ধ ছাত্র জনতা হাতিয়া উপজেলা সদর ওছখালীতে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে তারা মোহাম্মদ আলীর বাড়ির দিকে অগ্রসর হলে বাড়ির সামনে আলীর সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার লোকজন ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

অন্যদিকে মোহাম্মদ আলীর অনুসারীদের অভিযোগ, হাতিয়ার ওছখালীর দক্ষিণ ও উত্তর দিকে মোহাম্মদ আলীর দুটি বাড়িতে একদল লোক দফায় দফায় হামলা-অগ্নিসংযোগ করার চেষ্টা করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রাত ২টার দিকে দুটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরে আফাজিয়া ঘাটে মোহাম্মদ আলীর ছয়টি ষ্পিডবোট ও চারটি ট্রলার আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, 'বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর দুটি বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে এবং ঘাটে ছয়টি ষ্পিডবোট ও চারটি ট্রলারে অগ্নিসংযোগ করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে ভর্তি করা হয়ছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'

মোহাম্মদ আলীর বাড়ি থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলির অভিযোগ সম্পর্কে ওসি বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এমন অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে