শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ভারতীয় পণ্য জব্দ

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি'র অভিযানে প্রায় দেড় হাজার পিস মোবাইল ফোন ডিসপেস্নসহ কোটি টাকার পণ্য জব্দ হয়েছে। গত বুধবার ভোরে উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব পণ্য জব্দ করে। বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকরা পণ্যের মধ্যে রয়েছে, এক হাজার ৫৮২ পিস মোবাইল ফোন ডিসপেস্ন, উন্নতমানের শাড়ি ১৫২ পিস, মেহেদী ১৪৪০ পিসসহ আরও বিভিন্ন ভারতীয় পণ্য। এসব পণ্যের মূল্য এক কোটি চার লাখ ৯৮ হাজার ১৪০ টাকা।

স্কাউটস সম্মেলন

ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটস উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্কাউটস কাপাসিয়া শাখার সভাপতি ও ইউএনও তামান্না তাসনীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন এসিল্যান্ড নূরুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জেলা প্রতিনিধি লিডার ট্রেইনার শাহনাজ বেগম সাথী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সম্পাদক শাহ্‌ জামান মাসুম প্রমুখ।

সুধী সমাবেশ

ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর প্রেস ক্লাবের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান। গেস্ট অব অনার ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য দয়ালদাশ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, অফিসার ইনচার্জ নাজির আলম, সাংবাদিক আলমগীর মানিক, উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামন হাওলাদার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রনি।

কমিটি অনুমোদন

ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি)র অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় মনছুর আলম সভাপতি, আজিজুল হাকিমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত ৫ ফেব্রম্নয়ারী কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি এম এ মান্নান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার আওতাধীন ঈদগাঁও উপজেলার আংশিক কমিটি (৬) ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সভাপতি মনছুর আলম, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. মিজান, সহ-সভাপতি রুস্তম মিয়া, মো. ইদ্রিস, আর এস সাগর, মো. ফিরোজ, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্প

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়ায় সততা ক্লাবের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মন্ডলপাড়া এলাকায় ক্লাবের সভাপতি ও ছাত্রনেতা রফিক সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা শহিদুল ইসলাম। উদ্বোধকের বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা যুবদল নেতা মুসাব্বীর সম্রাট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সৈয়দ শাহনেওয়াজ বাবু, শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলম হোসেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরে চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের উদ্যোগে বর্ণাঢ্যর্ যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পশ্চিম শিবিরের অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের সভাপতি আব্দুর রহিম, চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের সেক্রেটারি ফরমানুর রহমানজেলা পশ্চিম শিবিরের বায়তুলমাল সম্পাদক সালাউদ্দীন। উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, মাদ্রাসা ও মানবাধিকার সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম মুকুল প্রমুখ।

আলোচনা সভা

ম মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নে বৃহস্পতিবার বিকালে ফাজিলপুর গ্রামে নাছর ইসলামিক রিসার্চ সেন্টার উদ্বোধন ও গরিব অসহায়দের শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাছর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রকিষ্ঠাতা এ,এস,এম আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ্‌ মো, ওয়ারছ আলী মামুন।

প্রতিযোগিতা অনুষ্ঠিত

ম গাজীপুর মহানগর প্রতিনিধি

আলোকিত আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ২৪-এর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শুক্রবার গাজীপুর মহানগর ২৯নং ওয়ার্ডের বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দৈনিক যায়যায়দিন গাজীপুর মহানগর ফ্রেন্ডস ফোরাম সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস। উদ্বোধক ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাসিমুল ইসলাম মনির। উপস্থিত ছিলেন গাসিক ২৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খায়রুল আলম, বোয়ালি নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান আকাশ, বিদু্যৎ জ্বালানীয় খনিজ সম্পদ মন্ত্রণালয় পাওয়ার গ্রিড বাংলাদেশ'র ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান (আসাদ) প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রেস ক্লাব মোলস্নাহাটের মাসিক সমন্বয় সভা ফেব্রম্নয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভায় চার সাংবাদিক প্রেস ক্লাব মোলস্নাহাটের সদস্য পদ লাভ করেন। শুক্রবার সকাল ১০টায় প্রেস ক্লাব মোলস্নাহাটের সভাকক্ষে এ সভা হয়। সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএম মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মনিরুজ্জামান মোলস্না ও আব্দুলস্নাহ ফারুক, প্রচার সম্পাদক এসএম মিজানুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান শিকদার, নিবার্হী সদস্য মাকসুদ আলম, সাংবাদিক সালমা খাতুন প্রমুখ।

সুবর্ণজয়ন্তী উৎসব

ম রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুআ) দ্বিতীয় সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনটি আজ বিকেলে শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। গত বুধবার আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান। সম্মিলনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্‌ হাসান নকীব, অ্যালামনাই বক্তা থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামছুল আলম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন), প্রফেসর ড. মোহা ফরিদ উদ্দীন খান (একাডেমিক) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

ইংলিশ অলিম্পিয়াড

ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

শিক্ষার্থীদের মন থেকে ইংরেজি ভীতি দূর করা এবং শৈশব থেকেই ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পৃষ্ঠপোষকতায় মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার উপজেলার পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডের তত্ত্বাবধানে ছিলো মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরাম ও সন্দ্বীপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এতে সন্দ্বীপের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কেন্দ্র সচিব ছিলেন:জামসেদ উদ্দিন। সহকারী সচিব ছিলেন আবদুল হান্নান। কেন্দ্র সুপার ফজলুল করিম, সদস্য সচিব মো. সালাউদ্দিন ও পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন রহিম উলস্ন্যাহ।

বিদায় সংবর্ধনা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে চাকুরি থেকে অবসরপ্রাপ্ত হওয়ায় চারজন কৃষি কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস ও ডিপেস্নামা কৃষিবিদ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিনের সভাপতিত্বে এতে বিদায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, কবির উদ্দিন ও জাহাঙ্গীর আলম তালুকদারসহ বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকল ৫ টায় উপজেলার ঝিকিড়া মামুন হলে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য, সিরাজগঞ্জ ৪ ও ৫ নির্বাচনী এলাকার সাংগঠনিক টিমের আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, এম আকবর আলী। সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, আশরাফুল ইসলাম মিন্টু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আলোকচিত্র প্রদর্শনী

ম পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজেন শহরের ঝাউতলা এলাকায় শুরু হয়েছে জুলাই বিপস্নবের আলোকচিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। প্রদর্শনীর প্রথম দিনেই বিভিন্ন শেনী পেশার মানুষের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে সংগ্রামের ছবির পাশপাশি পটুয়াখালীর আন্দোলন সংগ্রামের ছবিও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীতে ব্যতিক্রমী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন।

গ্রন্থের মোড়ক উন্মোচন

ম গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে শহীদের স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থ 'জুলাই ২০২৪ বিপবের শহীদ: ২য় স্বাধীনতায় শহীদ যারা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উলস্নাহ। উদ্বোধনী বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মু. জামাল উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য আবুল হাসেম খান ও মাওলানা দেলোয়ার হোসাইন, মহানগর জামায়াতের নায়েবে আমীর খাইরুল হাসান।

মিনি ম্যারাথন

ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি

তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিলস্নার লাকসামে মিনি ম্যারাথনের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে মিনি ম্যারাথন শুরু হয়ে লাকসাম বাজার, থানা রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ম্যারাথনের উদ্বোধন করেন এবং ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন- ইউএনও কাউছার হামিদ। উপস্থিত ছিলেন- এসিল্যান্ড সিফাতুন নাহার, উপজেলা কৃষি অফিসার আল আমিন, লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।

পুরস্কার বিতরণ

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আব্দুল মান্নান স্বপন উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মহাপরিচালক (গ্রেড-১) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাইফুলস্নাহিল আজম। সভাপতিত্ব করেন আব্দুল মান্নান স্বপন। উপস্থিত ছিলেন বাজিতপুর ইউএনও ফারাশিদ বিন এনাম, উপজেলা প্রকৌশলী বনি আমিন, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল ইসলাম ও বলিয়ারদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজহারুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন লিটন ও সাংবাদিক খলিলুর রহমান।

মতবিনিময় সভা

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীগনের নির্বাচন সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়ার আহবানে নির্বাচন সম্পর্কিত এ সভা হয়। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া।

বাড়িতে ডাকাতি

ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে এক কুয়েত প্রবাসীর বাড়িতে বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খান ডাঙ্গী গ্রামের প্রবাসী লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে ওই বাড়ি পরিদর্শনে যান সদরপুর থানার পুলিশের একটি দল।

প্রবাসী লোকমান হোসেনের স্ত্রীর ভাষ্য, গভীর রাতে ৭থেকে ৮জন ডাকাতের দল বিল্ডিংয়ের জানালা ভেঙে রুমে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে চাবি নিয়ে স্টিলের আলমারির তালা খুলে ১১ভরি স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরে এফ.আর. কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার এ্যাডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিইডস) পরিচারক (অর্থ) মোহাম্মদ ইকবাল হাসান। ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ. আর. কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ ফয়সাল। রাহাত খানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া পরিচালনা করে মাওলানা মুফতি মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা আব্দুল আউয়াল জিহাদী, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে