শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

যবিপ্রবির দুই অধ্যাপক ও এক কর্মকর্তা সাময়িক বহিস্কার

যবিপ্রবি প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
যবিপ্রবির দুই অধ্যাপক ও এক কর্মকর্তা সাময়িক বহিস্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুইজন অধ্যাপক ও একজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং ড. এম. এ. ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) ও টেকনিক্যাল অফিসার মোঃ হেলালুল ইসলাম। বৃহস্পতিবার (৬ ফেব্রম্নয়ারি) রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

পৃথক দুটি অফিস আদেশে বলা হয়, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়াদ মো. গালিবের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীবৃন্দ কর্তৃক অষষবমধঃরড়হং ড়ভ ঈড়ৎৎঁঢ়ঃরড়হ ্‌ গরংপড়হফঁপঃ এর গুরুতর অভিযোগ থাকায় গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৪শ সভার যথাক্রমে ১০৪/২৯ (ক) ও ১০৪/২৯ (খ) নং সিদ্ধান্ত অনুযায়ী যবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি ৩ (১) (জ) এবং ৫ (ঞ), (ঠ), (ড), (ঢ) ধারা মোতাবেক শাস্তি আরোপের ভিত্তি থাকায় বিধি- ১৫ (১) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। অপর অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ কর্তৃক হেলালুল ইসলাম বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখেঅনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৪শ সভার ১০৪/২৯ নং যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধ্থির ৩ (১) (জ) এবং ৫(ঞ), (ঠ), (ঢ) বিধি মোতাবেক শান্তি আরোপের ডিত্তি থাকায় বিধি-১৫(১) অনুযায়ী হেলালুল ইসলামকে এই বিশ্ববিদ্যালয়ের চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

উলেস্নখ্য, এর আগে অধ্যাপক ড. সৈয়াদ মো. গালিব মুন্সী মো. মেহেরুলস্নাহ হলের প্রভোস্ট, রিজেন্ট বোর্ড সদস্য, নীল দলের প্যানেলে শিক্ষক সমিতির নির্বাচন করেন। এরপর ২০২২ সালে সহ-সভাপতি ও ২০২৩ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এর দায়িত্ব পালন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে