শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সৈয়দপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নীলফামারী জেলার সৈয়দপুরে শুক্রবার উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে সেতুবন্ধন পাঠাগার আয়োজিত জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, পুস্তক পাঠ, কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণ।

সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হাজারীরহাট দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মো. আফজালুল হক। প্রধান বক্তা ছিলেন আলহুদা একাডেমির শিক্ষক ও সেতুবন্ধন পাঠাগারের সদস্য ফারুক হোসেন (লেবু)। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. রজব আলী, সেতুবন্ধন পাঠাগারে সদস্য মোজাম্মেল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে