শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মাছের সংরক্ষণ পদ্ধতি প্রশিক্ষণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মাছের সংরক্ষণ পদ্ধতি প্রশিক্ষণ

চট্টগ্রামের বাঁশখালীতে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং মাছের আহরণোওর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২৫ জন সামুদ্রিক জেলে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একইভাবে পাঁচ ব্যাচে উপজেলার ১২৫ জন জেলেকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

এ সময় প্রশিক্ষণ চলাকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের প্রকল্প উপ-পরিচালক (ডিপিডি) মো. মিজানুর রহমান, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে