শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি জমা সংক্রান্ত বিরোধীয় জেরে মতিয়ার রহমান (৪৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত মতিয়ার বুলাকীপুর ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বাদ জুম্মা উপজেলার বলগাড়ি কৈপাড়া গ্রামে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি শাহ্‌ পাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বাবু মিয়া ও গোলাম মোস্তফার ছেলে আনোয়ারের মধ্যে কৈ-পাড়া বলগাড়ী মৌজার ১৫ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে মেয়ের ডাকে সাড়া দিয়ে জামাই আনোয়ারের জমিতে ধান রোপণ করতে গিয়েছিলেন মতিয়ার রহমান (৪৮)। জমিতে ধানের চারা রোপণ করার সময় জামাইয়ের প্রতিপক্ষ বাবু মিয়াসহ তার ছেলেরা ধারালো অস্ত্র্ত্র নিয়ে হামলা চালিয়ে মতিয়ারকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন মতিয়ার রহমানকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত মতিয়ারের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে