শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে মারামারি থামাতে গিয়ে মাতব্বরের মৃতু্য

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সরিষাবাড়ীতে মারামারি থামাতে গিয়ে মাতব্বরের মৃতু্য

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ধাক্কা খেয়ে আজিজ সর্দার (৬০) নামে এক মাতব্বরের মৃতু্য হয়েছে বলে জানা যায়। শুক্রবার সকালে চর-ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর-ছাতারিয়া গ্রামের আব্দুস সালামের সাথে দীর্ঘদিন ধরে সাত শতাংশ ফসলি জমি নিয়ে একই গ্রামের আব্দুল করিম মন্ডলের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই বিরোধপুর্ণ জমি চাষ করতে যান আব্দুল সালাম ও তার লোকজন।

এতে আব্দুল করিম মন্ডল ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটিসহ হাতাহাতি শুরু হয়।

তা দেখে সেখানে গিয়ে স্থানীয় মাতাব্বর আজিজ সর্দার বিরোধ মেটাতে চেষ্টা করেন।

এ সময় হঠাৎ আব্দুল সালামের স্ত্রী রেভা বেগম উত্তেজিত হয়ে আজিজ সর্দারকে সজোরে ধাক্কা দেন।

এতে তিনি পাশে রাখা কোদালের উপর পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের জামাতা সোহাগ সরকার বলেন, তার শ্বশুর গ্রামের একজন সম্মানিত মানুষ। রেভা বেগমের ধাক্কাতেই তার শ্বশুরের মৃতু্য হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে