শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
বাউফলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে কৃষকের মৃতু্য

চাঁদপুরে পিকআপ চাপায় ডাকাত সদস্যের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চাঁদপুরে পিকআপ চাপায় ডাকাত সদস্যের মৃতু্য

চাঁদপুরে পিকআপভ্যান চাপায় ডাকাত সদস্যের মৃতু্য হয়েছে। অন্যদিকে, বরগুনার বাউফলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে কৃষকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী পিকাআপভ্যানের চাপায় মো. মহসিন (৩৮) নামে ডাকাত সদস্যের মৃতু্য হয়েছে। শুক্রবার ভোরে ওই সড়কে উপজেলার শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ঢাকা থেকে আসা মালবাহী পিকআপভ্যান অটোবাইকের যন্ত্রাংশ নিয়ে কচুয়া আসার সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা পিকআপভ্যান চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে।

ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যায় বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম।

তিনি জানান, ডাকাতদলের সদস্য মহসিন পাশবর্তী কুমিলস্না জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের লাশ কচুয়া থানায় এনে ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে।

এছাড়া পিকআপ চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর বাউফলে ক্ষেত চাষ করতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো. মানিক (৩৫) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক দাসপাড়া বাসিন্দা মো. আলতাফ রাঢ়ীর ছেলে। মানিক ট্রাক্টরের চালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাসপাড়া গ্রামের মো. জালাল হাওলাদার ও আবদুল জলিল হাওলাদারের মুগডালের জমি ট্রাক্টর দিয়ে চাষ করতে ছিলেন মানিক। দুপুর আড়াইটার দিকে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন মানিক ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান। তখন দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে