দরিদ্র মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে ভোরের শালিক। গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় মানুষের চিকিৎসায় অর্থ সহায়তা, সহায়-সম্বলহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই, মাদক, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধ, স্যানিটেশন ব্যবস্থা, বৃক্ষরোপণ, বই প্রেমীদের পাঠাগার ব্যবস্থা ও নানা সামাজিক কর্মকান্ডে ভুমিকা রাখছে সংগঠনটি।
মানুষকে নিয়ে মানবতার সেবা এই স্স্স্নোগানকে ধারণ করে, শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে ভোরের শালিক নামে মানবতার এ সংগঠনটি। অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করে বাল্যবিবাহ ও মাদকমুক্ত করা, শতভাগ স্যানিটেশন, বৃক্ষরোপণে অনন্য ভুমিকা রাখছেন সদস্যরা। দরিদ্র শিক্ষার্থী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা করে থাকেন সংগঠনটি। এভাবেই গ্রামের পর গ্রাম আলোয় আলোকিত করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে প্রত্যন্ত গ্রামের এ সংগঠন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বাজারে ২০১৩ সালে ৮ জন সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ূয়া ছাত্র ইমরান হোসেনের প্রচেষ্টায় সংগঠনটি যাত্রা শুরু করলেও বর্তমান এর সদস্য সংখ্যা দাড়িয়েছে ২১৬ জনে। শুরুতে তারা দৈনিক ১ টাকা করে চাঁদা দিয়ে তহবিল সংগ্রহের কাজ শুরু করে। সঞ্চায়িত অর্থে তারা গরীব-ছিন্নমূল মানুষকে সহযোগিতা করে থাকে। এখন বর্তমানে সংগঠনটি তিনটি শাখা সমাজ কল্যাণ, গ্রন্থাগার, যুব কল্যাণ নামে বিস্তার লাভ করেছে। বর্তমানে তাদের গ্রন্থাগারে ১ হাজার ২৮৫টি বিভিন্ন স্বনামধন্য লেখকের বই রয়েছে। ১ টাকা সঞ্চয়ের অর্থে এখন পর্যন্ত এককালিন অর্থ সহায়তা পাওয়া একাদশ শ্রেনীর শিক্ষার্থী আকাশ ইসলাম, নবম শ্রেণীার শিক্ষার্থী রিফাত ইসরাম, দশম শ্রেনীর শিক্ষার্থী জয়া আকতার বলেন ভোরের শালিক সংগঠন আমাদের সহযোগিতা না করলে আমাদের লেখা পড়া বন্ধ হয়ে যেত। এ রকম চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা পাওয়ার ব্যক্তিরা সংগঠন সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।
ভোরের শালিকের সভাপতি ইমরান হোসেন জানান- 'মানুষের সেবা করার জন্যই আমরা এ প্রতিষ্ঠান দাড় করেছি। সব সময় মানুষের পাশে থাকতে চাই আমরা।'
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- 'আমার জানা মতে সংগঠনটি সামাজিক অবক্ষয় রোধে অগ্রণী ভুমিকা রাখাসহ সমাজসেবামূলক বিভিন্ন কাজের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। তাদের কার্যক্রমকে সাধুবাদ জানাই। এ ধরণের কার্যক্রমকে বেগবান করার জন্য উপজেলা প্রশাসন থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।'