শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় অপহরণকারির কাছ থেকে শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আখাউড়ায় অপহরণকারির কাছ থেকে শিশু উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে অপহরণকারীর কাছ থেকে ১৪ বছরের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সামিরুল ইসলাম আরিফকে- (২০) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার কুড়িপাইকা গ্রামের এক সামিরুল ইসলাম আরিফের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

আখাউড়া থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার নুরপুর গ্রামের ১৪ বছর বয়সী এক কন্যা শিশুকে কুড়িপাইকা গ্রামের সামিরুল ইসলাম আরিফ নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিশুর পরিবার বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করলে রাতেই অপহৃতকে উদ্ধার ও অপহরণকারিকে গ্রেপ্তার করে। শুক্রবার গ্রেপ্তারকৃত আরিফকে আদালতে পাঠানো হয়।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে কিনা পরীক্ষা করতে শনিবার তাকে জেলা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে