ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। দাবি না মানলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার হুমকি দেওয়া হয়।
শুক্রবার বিকালে 'বাবুর হাট রক্ষা বাস্তবায়ন কমিটি'র আয়োজনে মাধবদীর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটের সামনের একটি মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে এ হুমকি দেওয়া হয়। এ প্রতিবাদ সভায় মাধবদী, শেখের চর, পাঁচদোনা, শীলমান্দি, নোয়াপাড়া, মহিষাশুড়াসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় তারা 'মাধবদী বাঁচাও, বাবুর হাট বাঁচাও। বাইপাস মানি না, মানব না' ইত্যাদি নানা শ্লোগান দেন তারা।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু ছালেহ চৌধুরী। কমিটির আহ্বায়ক সিআইপি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও কমিটির উপদেষ্টা আমান উলস্নাহ আমান। মাধবদী বাবুর হাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনু সভা পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় আবু ছালেহ চৌধুরী বলেন, 'সারাদেশের মানুষ জানে ঢাকা-সিলেট সুদীর্ঘ এ মহা সড়কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই মাধবদী বাবুর হাট। দেশীয় বস্ত্রের ৭০% শতাংশ কাপড় মাধবদী বাবুর হাট থেকে দেশের ৬৪ জেলায় সরবরাহ হয়। তাহলে এই ৬ লেন রাস্তা নির্মাণে মাধবদী বাবুর হাটকে মূল রাস্তা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্য কি। নরসিংদীর এই বাবুর হাট মাধবদীর জনগনের স্বার্থ না দেখে লাখ লাখ মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দেয় তা হলে আমরাও এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলব। আগামী কাল (আজ শনিবার) থেকে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার কর্মসূচি দিতে বাধ্য হব। তবে জনগনের ভোগান্তির কথা চিন্তা করে সরকারকে চার দিনের সময় দিতে চাই। ৪ দিনের মধ্যে যদি আমাদের দাবি পুরণ না হয়, তাহলে আগামী বুধবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।'