শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
তিন জেলায় ৩ লাশ উদ্ধার

মান্দায় বিলে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

স্বদেশ ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মান্দায় বিলে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১
মান্দায় বিলে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নওগাঁর মান্দায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় একজন নিহত হয়েছে। এছাড়াও চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির, সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুর থেকে যুবকের ও সাতক্ষীরার তালায় মাদকাসক্ত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধ ও বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় জামরুল ইসলাম ওরফে জামু (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে।

স্থানীয়রা জানান, নিহত জামু চকমানিক গ্রামের হাসান আলীর ছেলে। প্রতিপক্ষের আবুল ও আব্দুল মতিন একই গ্রামের বাসিন্দা। জামুর প্রতিবেশী চাচা আবুল এবং আবুলের ছেলে মতিন চাচাতো ভাই হন। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি বিলের কুয়াই মাছ মারাকে কেন্দ্র উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে প্রতিপক্ষ আবুল ও তার ছেলে মতিনের অতর্কিতভাবে হামলায় ঘটনাস্থলেই নিহত হন জামু। ঘটনার পর আবুল পালিয়ে গেলেও তার ছেলে মতিনকে বিলের মধ্যে ধাওয়া করে আটক করে স্থানীয় লোকজন। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা পুরুষ (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটের পূর্ব উত্তর পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ থানা পুলিশ।

নৌ পুলিশ জানায়, ওই ব্যক্তির মরদহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় বিষয়টি জানায়। পরে থানার উপ পরিদর্শক (এসবআই) বিলস্নাল আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরনে কালো রংয়ের প্যান্ট এবং গায়ে সাদা আকাশি প্রিন্টের ফুল হাতা শার্ট পরা ছিল। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। লম্বা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি।

চাঁদপুর থানার ওসি একেএম এস ইকবাল বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিহতের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের পুকুর থেকে আয়নাল হোসেন (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।

স্থানীয় লুকেন মন্ডল জানান, 'সকালে নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরিপানা কাটটে যাই, হঠাৎ মানুষের মত হাত দেখতে পাই। পরে বিষয়টা স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।'

বেলকুচি থানার ওসি জাকেরিয়া বলেন, পুকুরের মধ্যে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের পরিচয় মিলেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালায় মাদকাসক্ত এক ব্যক্তির মৃতু্য হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। নিহতের নাম হাফিজুর রহমান(৪৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জগিয়া গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, হাফিজুর রহমান দীর্ঘদিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তালা অফিসে অফিস সহায়ক পদে চাকরি করতেন। প্রায় ৩-৪ বছর আগে অব্যহতি নিয়েছেন। চাকরি সুবাদে তালায় থাকার কারনে স্থানীয় খলিলনগর ইউনিয়নের বাগের আমতলা এলাকার ফরিদা বেগম সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন।

২য় স্ত্রী ফরিদা বেগম বলেন, 'আমার স্বামী তালা বাজারের ৩ জন মাছ ব্যবসায়ীর সঙ্গে মেলামেশা করতেন। তারা গত বৃহস্পতিবার রাতে আমার স্বামীকে এলকো সেবন করিয়ে মৃতু্যর মুখে ঠেলে দেয়। পরদিন শুক্রবার সকালে আমার স্বামীর গায়ে জ্বালা শুরু হলে তাকে তালা হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।

তালা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রজ্ঞা লাবনী দাশ তুলি জানান, রোগীর অস্বাভাবিক আচরণ ও স্ত্রীর ভাষ্য আনুযায়ী আমরা প্রাথমিকভাবে ধারনা করছি নিহত হাফিজুর রহমান মাদকাসক্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে