শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সুজানগরে গণহত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুজানগর (পাবনা) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সুজানগরে গণহত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাবনার সুজানগরে জুলাই গণহত্যাকারীদের বিচার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন -যাযাদি

পাবনার সুজানগরে গণহত্যাকারিদের বিচার দাবিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। গত বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'বিএনপি করতে হলে বুকের পাটা লাগে, অনেক চেষ্টা করেছেন, হত্যা, গুম করেছেন, পুলিশ বাহিনী,র্ যাব দিয়ে নির্যাতন করে আমাদের দমন করতে। কিন্তু বিএনপি আরও শক্তিশালী হয়েছে।'

সুজানগর পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোলস্না ও পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে