মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বর্ণাঢ্যর্ যালি

ম চট্টগ্রাম বু্যরো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার বর্ণাঢ্যর্ যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নয়াবাজার বিশ্বরোড থেকে বড়পোল মোড় পর্যন্ত এর্ যালি অনুষ্ঠিত হয়।র্ যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য দেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনি। প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম।র্ যালিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুনসহ অন্য দায়িত্বশীলরা।

আলোচনা সভা

ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাল্য বিবাহ, যৌতুক, মাদক, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুজ্জামান সরকার লিমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কাহারোল এপির প্রোগ্রাম অফিসার অলবিনুস সরেন প্রমুখ।

থানা পরিদর্শন

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তিনি থানা পরিদর্শনে আসেন। থানা কম্পাউন্ডে প্রবেশের পর তাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইমুদ্দিন, থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন। পরে তিনি উপজেলা পরিষদ পরিদর্শনে যান।

পুরস্কার বিতরণ

ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার দাউদকান্দিতে ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিতরণন পূর্বক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ও বিদ্যালয়ের সভাপতি নাঈমা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার এ.কে.এম.ফজলুল হক, বাংলাদেশ প্রধান শিক্ষক পরিষদ দাউদকান্দি উপজেলার সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইসমাইল হোসেন।

প্রতিযোগীতা অনুষ্ঠিত

ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নবীণ বরণ, প্রবীণ বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। অনুষ্ঠানে সাবেক শিক্ষক মকলেচুর রহমান, রবিউল ইসলাম খান, আলাউদ্দিন বাদলসহ আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ

ম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ইউএনও নেহের নিগার তনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, দোয়ারাবাজার শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিআরডিবি'র উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কামাল উদ্দিন, সাংবাদিক বজলুর রহমান, আব্দুল মোতালিব ভুঁইয়া, সোহেল মিয়া, মামুন মুন্সি, ব্যবসায়ি আব্দুল হান্নান প্রমুখ।

প্রতিযোগতার পুরস্কার

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণ বুধবার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছলেন ইউএনও কোহিনুর জাহান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মলিস্নক আ. সাত্তার, আট্টাকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, নলধা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা, কাজী আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আহসান কবীর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস, মাদ্রাসার শিক্ষক মো. মহিদুল ইসলাম, বিএনপি নেতা কাজী শাহান শাহ্‌ মিথুনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা আয়োজনে বৃহস্পতিবার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কমিটির অভিভাবক প্রতিনিধি আলী আহাম্মদ চৌধুরীর উপস্থপনা ও মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, দাতা সদস্য আনোয়ার হোসেন রাজা, ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসার সভাপতি আব্দুল হামিদ মিন্টু, মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিরাজদিখান উপজেলা যুবদল আহবায়ক ইয়াছিন সুমন, জেলা যুবদল সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

পিঠা উৎসব

ম মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী পলস্নী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে ৬টি স্টলে পিঠার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছিল বাহারি সব জিনিস আর বাড়ি থেকে তৈরি করে আনা শতাধিক ধরনের পিঠা।

দেউলী পলস্নী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, দেউলী পলস্নী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান বিএসসি, রিগান নাহার, খাইরুল ইসলাম, এবিএম মহিউদ্দিন, আবু আলম খান, তাসলিমা প্রমুখ।

হুইল চেয়ার বিতরণ

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এতিমখানার শিশুদের মধ্যে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে এসব বিতরণ হয়।

জানা গেছে, জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে পাওয়া ৫০টি কম্বল দুই এতিমখানার শিশুদের এবং প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র থেকে পাওয়া ৯টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব বিতরণ করেন ইউএনও ফাতেমা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।

হাঁস ও শেড প্রদান

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই সেনা ব্যাটালিয়ন অসহায় একটি উপজাতি পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস, শেড ও বিনামূল্যে ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। বৃহস্পতিবার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেলের তত্বাবধানে এ ইউনিয়টের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় একটি পরিবারকে মানবিক সহায়তা এবং হাঁসের সেট, হাঁস, হাঁসের খাবার এবং প্রযোজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর নোমান আল হাফিজ।

প্রশিক্ষণ কর্মশালা

ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় গর্ভবতী দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ বিষয়ক উপজেলা রিসোর্সপুলের ২দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আনিছুর রহমান বালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিতম দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি প্রমুখ।

স্কাউটসের কমিটি

ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কাউটসের সম্মেলন ২৯ সদস্য কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন ও কমিশনার মোহাম্মদ আলী ও সম্পাদক শেখ সাদীকে নিয়ে ২৯ সদস্য কমিটি করা হয়। বক্তব্য রাখেন লিডার টেইলার, বাংলাদেশ স্কাউটের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মহসিন রহমান, সরাইল প্রেসক্লাব ও উপজেলা শিক্ষক কমিটির সভাপতি মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ম বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

কোচিং ও প্রাইভেট ছাড়াই রাজশাহী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সেই আসমাউল হুসনাকে (আঁখি) সংবর্ধনা দিয়েছে বাগমারার বাগান্না উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে তিনি জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। আঁখি উপজেলার বেড়াবাড়ি গ্রামের চা দোকানি ওবায়দুর রহমানের মেয়ে। বৃহস্পতিবার বিদ্যালয়ের পক্ষে মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফরহাদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বড় বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, প্রভাষক আতিকুর রহমান ও কৃতী শিক্ষার্থী আসমাউল হুসনা।

টাস্কফোর্সের সভা

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

আসন্ন রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা টাস্কফোর্সের আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সরোয়ার হোসেন, জেলা টাস্কফোর্সের সদস্য ও সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত প্রমুখ।

কৃষক সমাবেশ

ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে গাজীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন সিকদার, কেন্দ্রীয় সংসদের সদস্য হান্নান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন মুকুল প্রমুখ।

প্রতিযোগিতার সমাপনী

ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সরকারি করোনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী। প্রধান অতিথি ছিলেন ইউএনও কেএম আবু নওশাদ। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী প্রমুখ।

ক্লিনিক উদ্বোধন

ম মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে মনোয়ারা-রকিব কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে মনোয়ারা-রকিব ক্লিনিক চত্বরে আলোচনা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মনোয়ারা-রকিব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদুল হাসান মামুন। প্রধান অতিথির বক্তব্য এবং ফিতা কেটে ক্লিনিক উদ্বোধনের কথা ছিল কামরুল হাসান এনডিসি, সচিব দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। তিনি বিশেষ কাজে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ভিডিও কলের মাধ্যমে বক্তব্য এবং ক্লিনিক উদ্বোধন করেছেন।

কাবাডি প্রতিযোগিতা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ১৫টি উপজেলার কাবাডি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত বুধবার বিকেলে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতায় জেলা পর্যায়ের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগের প্রথম সেমিফাইনালে বাঁশখালী উপজেলা ৫৯-১২ পয়েন্টে সন্দীপ উপজেলাকে পরাজিত করে ফাইনালে পৌছায়। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে লোহাগাড়া উপজেলা ৪৪-২৯ পয়েন্টে হাটহাজারী উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।

পিঠা উৎসব

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তারুণ্যের উৎসব উযাপন উপলক্ষে উপজেলা সভা কক্ষে এ পিঠা উৎসব উদ্বোধন করেন ইউএনও মীর মো.আল কামাহ তমাল ও পৌর প্রশাসক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরি। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসেন কর্মকর্তাসহ পিঠা উৎসবে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা।

ইউএনও বলেন, নানা কারণে এখন আর গ্রামে-গঞ্জে সেভাবে পিঠা উৎসব হয় না। সেই উৎসব এখন নানা আনুষ্ঠানিকতায় হচ্ছে। অন্তত এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠাপুলির স্বাদ নিতে পারছি।

কর্মকর্তার যোগদান

ম হরিণকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. আলমগীর হোসেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। আলমগীর হোসেন এর আগে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে