আন্দোলনে অংশগ্রহকারী শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহবান
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহকারী সব শিক্ষার্থীকে পড়াশোনায় ফেরত যাওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, পড়ালেখা বাদ দিয়ে অন্যকোন কাজে নিজেকে সম্পৃক্ত করা ঠিক হবে না। লেখাপড়া শেষ করে যেখানে ইচ্ছো সেখানে নিজেকে ইনভল্ব করার পরামর্শ দেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্ধ, ছাত্রপ্রতিনিধি সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি বলেন, 'আমরা সামাজিকভাবে অনেক কিছু করতে পারি। আমরা কারো সঙ্গে বিবাদে না জড়িয়ে সামাজিকভাবে দায়মুক্ত থাকতে চাই। তাহলে কেউ আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা সবাই রাষ্ট্রের নাগরিক। নৈতিকতার জায়গায় আমাদের সচেতন থাকতে হবে।'
ইউএনও কাউছার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা শাহজাহান খান, পলস্নী উন্নয়ন কর্মকর্তা সুমন মোলস্না, সুত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেন, সমন্বয়ক হাফিজ মাহমুদ মাহিন।