চিলমারীতে শুরু হলো পন্ডিত বইমেলা

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে তিন দিনব্যাপী পন্ডিত বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১২টায় থানাহাট এ ইউ পাইলট সরকারী স্কুল মাঠে পন্ডিত বই মেলার উদ্বোধন করেন কবি ও গীতিকার হাসান ফকরী। লেখক ও গীতিকার আবু রায়হান'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক আহমেদ মাযহার। এদিকে পন্ডিত বইমেলা কে কেন্দ্র করে চিলমারী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জানুয়ারি মাস জুড়ে চলা এ প্রতিযোগীতায় বই মেলায় চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হবে। মেলা সভাপতি লেখক ও গীতিকার আবু রায়হান বলেন, বই মেলা চিলমারীর একটি ঐতিহ্য। ৭ম বারের মতো অনু্ি‌ষ্ঠত হচ্ছে পন্ডিত বই মেলা। মেলাকে ঘিরে ইতোমধ্যে দেশের নামকরা লেখকরা চিলমারীতে এসেছেন। বই মেলায় আসা শিক্ষার্থী রাইয়াদ মারিয়া সরশি বলেন, বই মেলা হচ্ছে প্রাণের স্পন্দন। ঢাকায় মাসব্যাপী বই মেলা হলেও আমরা সেখানে যেতে পারিনা। প্রত্যন্ত অঞ্চলের এই বই মেলায় ঢাকার নামকরা প্রকাশনীগুলো স্টল দিয়েছে। এতে আমরা নতুন বইয়ের স্বাদ নিতে পারছি।