মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সুজানগরে পেঁয়াজ চাষিদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

সুজানগর (পাবনা) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সুজানগরে পেঁয়াজ চাষিদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও পেঁয়াজ চাষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের গাজনার বিল পাইকপাড়া পেঁয়াজের মাঠে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ মতবিনিময় করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনার কৃষি অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক ড. জামাল উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় কৃষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রসুল, আব্দুল মান্নান মোলস্না,খাজা মহিতুর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে