নান্দাইলে শিশু হত্যায় একজনের আমৃতু্য কারাদন্ড

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ময়মনসিংহ বু্যরো
ময়মনসিংহের নান্দাইলে শিশু তাসিন হত্যা মামলায় শহীদ মিয়াকে আমৃতু্য কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় খালাস পেয়েছে আরও দুই আসামি। সকালে ময়মনসিংহের ৫ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আলী মুনসুর এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে জমিসংক্রান্ত বিরোধের জেরে নান্দাইলের মুলস্নী গ্রামের প্রবাসী আব্দুল কাইয়ুমের সাড়ে সাত বছরের শিশু পুত্র তাসিনকে হত্যা করেন প্রতিবেশী শহিদ মিয়া। আদালতে দোষী প্রমাণিত হওয়ায় শহিদ মিয়াকে ৩৬৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, ৩০২ ধারায় আমৃতু্য কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দোষী প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি তাহের উদ্দিন ও তহুরা বেগমকে খালাস দিয়েছেন আদালত।