আফ্রিকার মোজাম্বিকে সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মনকিচর এলাকার আবু ছালেক (২৩) নামে এক যুবক আফ্রিকার মোজাম্বিকে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রম্নয়ারি) স্থানীয় সময় রাতে নিহত হন ওই যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিকার মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশি যুবক আবু তৈয়ব। নিহত আবু ছালেক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ার জাকের আহমদ সিকদারের ছেলে। জানা যায়, 'রাত ৯টার দিকে মোজাম্বিকের সিমুই শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন আবু ছালেক। ওই সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সিমুই সেন্ট্রাল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু ছালেককে মৃতু্য ঘোষণা করেন। সন্ত্রাসীর গুলিতে আবু ছালেক নিহত হওয়ার খবর এলাকায় ও পরিবারের সদস্যদের মাঝে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে নিহতের লাশ দেশে আনার আকুতি জানালে ও সেটার ব্যাপারে এখন সিদ্ধান্ত জানা যায়নি। উলেস্নখ্য, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েক হাজার ব্যবসায়ী রয়েছে আফ্রিকার মোজাম্বিকে। কিছুদিন আগে সন্ত্রাসীদের দ্বারা লুঠপাঠের শিকার হয়ে কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।